বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিরা কেক কাটা, পুস্পস্তর্বক অর্পন, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজ শনিবার সকালে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মিরা সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে এক র্যালি শুরু করে ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাইনিং ষ্টার কিন্ডার গার্টেনে গিয়ে শেষ হয় পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন শেষে কেক কাটা হয়। বিকেলে আলকিরহাট আর এ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সোহাগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা সালাম রেজা, মো. খোকন, প্রভাষক শরিফ আহম্মেদ, প্রভাষক সাইফুল ইসলাম শাওন, এস এম শাহ আলম, মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রুহুল বাহাদুর, জাহিদ হোসেন, নাসির উদ্দিন প্রমুখ।