শমশেরনগরের ইসলামিক মিশনে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় ইসলামিক মিশন হলরুমে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামিক মিশন শমশেরনগর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীন এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দুর্ণীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট এর সভাপতি আব্দুল হান্নান চিনু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য শেখ রায়হান ফারুক। আলোচনা করেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন প্রমুখ। সভার শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের থিম পাঠ করেন এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মঈনুল ইসলাম। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।