পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় সাঈদ আকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আকনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে। তিনি মাটরসাইকেলের চালক ছিলেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাঈদ আকন নাজিরপুর থেকে দুই জন যাত্রী নিয়ে পিরোজপুর যাচ্ছিল। বিকেল পাঁচটার দিকে কদমতলা এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাঈদ আকনকে মৃত ঘোষণা করেন।