মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়ায় খালে ডুবে তামিম মুন্সী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। তামিম মুন্সী পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের আমির মুন্সীর ছেলে। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় তামিমসহ কয়েক জন শিশুর সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এসময় তামিম খালের পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবরিরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তামিমের লাশ উদ্ধার করে।