নাজিরপুরে বখাটে কর্তৃক এক শিশুকে বলৎকার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামে বখাটে কর্তৃক এক শিশুকে বলৎকার ও অন্যকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরিবার দুটি অসহায় ও গরীব হওয়ায় অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রভাবশালীদের কর্তৃক ধামা চাপা দিতে জোর চেষ্টা চলছে বলে দাবী করছে ভুক্তভূগী পরিবকার। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনির মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (২০) গত সোমবার বিকালে ৬ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে শিশুকে নিয়ে স্থানীয় লুৎফর শেখের বাড়িতে যায়। সেখানে গিয়ে প্রথমে ছেলে শিশুটিকে বলৎকার করে ও পরে মেয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই বখাটে যুবক পালিয়ে যায়। নাজিরপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. রাসেল সরোয়ার জানান, এ ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় এক ব্যাক্তির মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।