আধুনিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুষিত করছে পীর সাহেব ছারছীনা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
ছারছিনা দরবার শরীফের পীর আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্ল¬¬¬¬¬াহ বলেছেন, সমাজে ফ্যাতনা, ফ্যাসাদ বেড়ে গেছে। বর্তমান সময়ে মানুষ হত্যা সহ নানা ধরনের ধবংসাত্মক কর্মকান্ডে মানুষ জড়িয়ে পড়েছে । এভাবে চলতে থাকলে অচিরেই ভয়াবহ অবস্থার সম্মুখিন হতে হবে। তাই এর থেকে সমাজে শান্তি স্থাপন করতে হলে ইসলামী হুকমত কায়েম করতে হবে। কারন ইসলাম শান্তির ধর্ম । মুমিন মুসলমানরা এক হয়ে কাজ করলে দেশে অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হবে। ইসলামী আদলে নিজেকে গঠনকরা ইমানী কর্মের অংশ। এটা কেবল একা করলেই চলবে না। নিজের পরিবার সহ পারিপার্শিক সমাজ ব্যবস্থায় ইসলামের স্তম্ভগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজ মঙ্গলবার জোহর নামাজবাদ দরবারের তিনদিন ব্যাপী ১২৮ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মোনজাত পূর্ব বয়ানে এ কথা বলেন। আধুনিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুষিত করছে। এ থেকে পরিত্রানের জন্য নিজের সন্তান পরিবার, সমাজকে সচেতন করতে হবে। এসময় উপস্থিত জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেল। রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বে মানবতার মাতৃ রূপে আখ্যায়িত হয়েছেন। এসময় আরও বক্তৃতা করেন , সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসেন এমপি, ধর্ম মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন, আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফুল্ল¬াহ,বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল ইবাদুল্ল¬¬াহ মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বেগ, সোনাকান্দা দরবার শরীফের পীরসাহেব মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ। এ ছাড়াও তিন দিন ব্যাপি মাহফিলে ওয়াজ নসিহত করেন পীর সাহেবের বড় ছেলে শাহ আবু নসর নেছার উদ্দিন আহম্মদ হোসাইন, ছোট ছেলে মাওলানা শাহ আবুবকর ছালেহ নেছারউল্লা¬হ, ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওলানা রুহুল অমিন ছালেহী প্রমুখ। আখেরী মোনাজাত উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মাহফিল ময়দানের কানায় কানায় পূর্ন হয়ে যায়। এক পর্যায়ে মুসল্লিরা লঞ্চ, বাস সহ বিভিন্ন বাহনে বসে মোনাজাতে অংশ নেয়। প্রায় আধাঘণ্টা ধরে লাখো মুসল্লি¬¬¬র ক্রন্দন রোল আর আমিন আমিন ধ্বনিতে গোটা ছারছীনা দরবার শরীফ এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। দেশ ও গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি জন্য আল্লাহর রহমত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর শাহ মোঃ মোহেবুল্ল¬¬¬¬¬াহ ।