গৌরনদীর কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শেষ দিনে গতকাল শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা ও বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নলচিড়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম হাফিজ মৃধা, হোটেল সোনারগাঁ এর সাবেক জিএম ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি,এম রেজাউল করিম, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোঃ অলি উল্লাহ, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ,এম শাহজাহান কবির, বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু কুমার মাঝি, সহকারী প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র হালদার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য এটিএম সাত্তার খান, সহকারী শিক্ষক অসিমা মন্ডল, কে,এম মিজানুর রহমান মিজান, মোঃ সাইয়েদুর রহমান, অসীম পান্ডে, মোঃ জাবের হোসাইন, মোসাঃ আফরোজা বেগম, মোঃ জহুরুল হক মান্না, মোসাঃ সাজেদা নাসরিন, মোসাঃ ডেইজী আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।