আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরে নারী, পুরুষ ও শিক্ষার্থী নিয়ে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী রুমানা ফেরদৌস ¯¦র্ণার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা সুব্রত হালদার, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা একেএম শহীদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মোহাম্মাদ নুরুল হক প্রমূখ। পরে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।