কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। ১০ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এর সহযোগিতায় ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্বর হতে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নুরুল মোহাইমীন মিল্টন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো: সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোশাহিদ আলী প্রমুখ।