হতাশার বৃত্তে বন্দি বাংলাদেশ

India's Shardul Thakur, right, appeals for the wicket of Bangladeshi batsman Tamim Iqbal during their Twenty20 cricket match in Nidahas triangular series in Colombo, Sri Lanka, Thursday, March 8, 2018. (AP Photo/Eranga Jayawardena)
আবদুল্লাহ আল নোমান//
হতাশার বৃত্তে বন্দি বাংলাদেশের ক্রিকেট, কিছুতেই ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারছে না টাইগাররা। একের পর এক হারের যন্ত্রণায় বিদ্ধ বাংলাদেশ ভক্তদের দুঃখ দিয়েই যাচ্ছে। বৃহস্পতিবার কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের বিপক্ষে ব্যাটে-বলে ফের ব্যর্থ হলেন টাইগাররা।
১৪০ রানের সহজ লক্ষ্যটা ৬ উইকেট ও ৮ বল হাতে অনায়াসেই টপকে গেছে ইন্ডিয়া। একইসঙ্গে লঙ্কানদের কাছে উদ্বোধনী ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের দেখা পেল রোহিত শর্মার দল।
রোহিত-শিখর জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর। ষষ্ঠ ওভারে রিশভ প্যান্টকে (৭) বোল্ড করে দ্বিতীয় উইকেটের পতন ঘটালেন রুবেল হোসেন। একই ওভারে লেগ-গালিতে মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস না করলে প্যাভিলিয়নে ফিরতেন রায়না। চতুর্থ ওভারে মোস্তাফিজের বল রোহিত শর্মার (১৭) ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। ২৮ রানে থামে ওপেনিং পার্টনারশিপ।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। ৩০ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন সাব্বির রহমান। তামিম ইকবাল ১৫, সৌম্য সরকার ১৪, মুশফিকুর রহিম ১৮, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১, মেহেদী হাসান মিরাজ ৩ রানে সাজঘরের পথ ধরেন। ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৯।
পার্টনারশিপের অভাবেই চ্যালেঞ্জিং সংগ্রহ আনতে ব্যর্থ টাইগাররা। লিটন-সাব্বির ছাড়া কেউই উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি। এই দু’জনের পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৫। তার আগে মুশফিককে নিয়ে তৃতীয় উইকেটে ৩১ রান যোগ করেন লিটন। দুই পেসার জয়দেব উনাদকাত তিনটি ও বিজয় শংকর দু’টি উইকেট লাভ করেন।