বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউউশন মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, শ্রেনী উত্তরণ মেধা পুরস্কার বিতরণ ও আব্দুর রব সেরনিয়াবাত বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শেষ দিনে বৃহস্পতিবার রাত ৮টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও আব্দুর রব সেরনিয়াবাত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম জয়নাল আবেদীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তি, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী সরদার, ক্রীড়া শিক্ষক বীনা রানী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ক্ষিতিশ চন্দ্র পাল, বীরেন চন্দ্র ঘরামী, রেজাউল করিম হাওলাদার, আঃ মান্নান হাওলাদার, দীপক কুমার মন্ডল, দিলরুবা আক্তার রেবা প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।