স্বরূপকাঠিতে ভাবিকে কুপিয়ে আহত করেছে দেবর

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ধর্ষন চেষ্টায় ব্যার্থ হয়ে ভাবিকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে দেবরের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে সোহাগদল ইউনিয়নের মাঝি বাড়িতে ওই ঘটনা ঘটে। আহতের স্বামী আবুল হোসেন জানিয়েছেন, তার মামাত ভাই একই গ্রামের দুই সন্তানের পিতা শাহিন দির্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন জাহানকে উত্তক্ত করে আসছিলো। এ নিয়ে শাহিনকে বার বার সতর্ক করাও হয়েছিলো। কিন্তু শাহিন মাদক সেবী ও ব্যবসায়ী হওয়ায় সে এ কথার ধার ধারেনি। ঘটনার দিন শুক্রবার সকালে শারমিনকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় শাহিন। এ অবস্থায় তাকে বাঁধা দিতে গেলে শারমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় শারমিনের চিৎকারে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।