গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি,আবদুল্লাহ আল নোমান//
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার সভাপতিত্বে গতকাল বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কাতার প্রবাসী ব্যবসায়ী মোঃ মোকলেচুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সুজন, সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক মিয়া।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া শিক্ষক গবিন্দ চন্দ্র নাথ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ দেলোয়ার বেগ, মোঃ বজলুর রশিদ, মোঃ ফারুক হোসেন বেপারী, বাবুল চৌধুরী, মোঃ ওয়ালীউল্লা ঢালী, নাসিমা বেগম, মোঃ কামরুজ্জামান, মোঃ সেলিম বেপারী, লিপিকা সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।