কমলগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি,জয়নাল আবেদীন//
“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমলগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন শেষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে ও নারী নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম এর পরিচালনায় আলোচান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সাবেক ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
এদিকে শমশেরনগর চা শ্রমিক নারী সংগঠনের উদ্যোগে বেলা ১২ টায় শমশেরনগর চা বাগান দূর্গা মন্দিরে মেরী রাল্ফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।