চার বলে চার উইকেট মাশরাফির

আবদুল্লাহ আল নোমান//
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চার উইকেট নিয়ে আবাহনীর জয় এনে দিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অষ্টম রাউন্ডের খেলায় সপ্তম জয় তুলে নিয়েছে আবাহনী।
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় আবাহনীর ২৯০ রানের জবাবে ২৭৯ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। মাশরাফি হ্যটট্রিক সহ ৬ উইকেট নেন ৪৪ রানের বিনিময়ে। শেষ ওভারে অগ্রণী ব্যাংকের প্রয়োজন ছিল ১২ রান।
মাশরাফির প্রথম বলে এক রান নেন অধিনায়ক আবদুর রাজ্জাক। এরপরের বলেই আউট হন ধীমান ঘোষ। তৃতীয় বলে রাজ্জাক, চতুর্থ বলে সফিউল ইসলাম আর পঞ্চম বলে ফজলে রাব্বি আউট হন। সবাই কট আউট হন। এতে এক বল হাতে থাকতেই সব উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এতে বিফলে যায় ওপেনার শাহরিয়ার নাফিসের ১২১ রান। এর আগে আবাহনীর হয়ে শতরান করেন নাজমুল হক শান্ত। তিনি ১২৩ বলে করেন ১৩৩ রান। আর ম্যাচসেরাও হন তিনি।