৭মার্চ উপলক্ষে গৌরনদীতে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে “ঐতিহাসিক ৭মার্চের ভাষন এখন বিশ্ব প্রামান্য ঐতিহ্য” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে চিত্ত, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা এস,এম ফরিদ উদ্দিন, উপজেলার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা খান সামচুল হক, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ প্রমুখ।