ক্ষোভ ও আতংক আগৈলঝাড়ায় পুুলিশের উপস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় হুমকী ধামকীর কারণে হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান বন্ধের পর পুুলিশের উপস্থিতিতে পুনরায় অনুষ্ঠান সম্পন্ন। ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে।
উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম খাজুরিয়া গ্রামে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনকারী বয়োবৃদ্ধ মহারাজ ঘরামী ও পুলিন ঘরামী জানান, দোল পূর্ণিমার অনুষ্ঠান হিসেবে পঞ্চমী তিথীতে তাদের বাড়িতে প্রতি বছরের ন্যায় সার্বজনীন ভাবে মঙ্গলবার রাতে আয়োজিত বাৎসরিক মহোৎসবের ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে অন্তত দুই শতাধিক লোক অনুষ্ঠানে উপস্থিত হয়। অনুষ্ঠান চলাকালীন সময় রাত আটটার দিকে পূর্ব বাগধা গ্রামের মৃত আইয়ুব আলী বাহাদুরের ছেলে নূরুল হক বাহাদুর (২৫) ও খাজুরিয়া গ্রামের সাইদুল মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮) অনুষ্ঠান স্থলে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে বলে। তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও মারমুখি অবস্থানের কারণে অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এসময় তারা অনুষ্ঠানে আগত নারী পুরুষের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এক পর্যায়ে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করায়। খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই অনুষ্ঠান বন্ধ করা হুমকিদাতারা ঘটনাস্থল ত্যাগ করে।
এসআই দেলোয়ার জানান, তিনি গিয়ে ধর্র্মীয় অনুষ্ঠান থেকে লোকজন ছত্রভঙ্গ হয়ে চলে যেতে দেখে তাদের পুনরায় একত্রিত করে পুনরায় অনুষ্ঠান শুরু করান। তিনি উপস্থিত থেকে অনুষ্ঠান শেষ করে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সম্পন্ন করান। তিনি আরও বলেন অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। যদি হিন্দু সম্প্রদায়ের লোকজন মামলা করে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
হুমকীর কারনে অনুষ্ঠান বন্ধের সত্যতা স্বীকার করেছেন বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইউনুস মিয়া।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.