ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের সঙ্গে গাজীপুর সিটির মতবিনিময়

এস এম রহমান হান্নান স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ৫ আগস্ট-২০১৭ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
গত ১ আগস্ট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ওই মতবিনিময় সভা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মলয় কুমার দাসের সঞ্চালনায় ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল বাকী, সাংবাদিক কাজী মোঃ মোসাদ্দেক হোসেন, আসাদুজ্জামান, মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), মাসুদ রানা প্রমুখ। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রহমত উল্লাহ।