শিক্ষক আমির হোসেন আর নেই

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পানিশালা নিবাসী কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক আমির হোসেন (৭০) আর নেই। মঙ্গলবার রাত সাতটায় সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।
গতকাল (৭ মার্চ) বুধবার বেলা আড়াইটায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আমির হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন প্রমুখ।