আগৈলঝাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি,জয় রায়//
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আগৈলঝাড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে র‌্যালী শেষে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজী, প্রীতিশ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ছয়গ্রাম সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদারপ্রমুখ।