কমলগঞ্জে পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির মানববন্ধন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি//

বাংলাদেশের পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির ডাকে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন করা হয়েছে।

বাংলাদেশের পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতি, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আধাঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। মানবন্ধনে পরিবার পরিকল্পনা বিভাগের প্রায় অর্ধশত মাঠকর্মচারী উপস্থিত ছিলেন।