রিয়ালের জয়ের দিনে রোনলদোর ৩০০ গোলের রেকর্ড

আবদুল্লাহ আল নোমান/
লা লিগায় গেতাফেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার প্রথম গোলে দলকে এগিয়ে দেন গ্যারেথ বেল। পরবর্তীতে রোনালদোর জোড়া গোলে জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে জিনেদিন জিদানের ছাত্ররা। একইদিন ৩০০ গোল করার রেকর্ড ছুঁলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।
শনিবার ম্যাচের বেশির ভাগ সময় দশজন নিয়ে খেলে রিয়াল। ম্যাচের ২৪তম মিনিটেই দলকে এগিয়ে নেন গ্যারেথ বেল। ডি-বক্সের মধ্যে সতীর্থদের কাছ থেকে আসা বল পেয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধের শেষ মুহূর্তেই রেকর্ড গড়া গোলটি করেন দলের প্রাণভ্রমরা ক্রিস্তিয়ানো রোনালদো। করিম বেনজেমার পাস পেয়ে প্রতিপক্ষের দুই জনের বাধা এড়িয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান রোনালদো।
এই নিয়ে স্পেনের শীর্ষ লিগে ২৮৬ ম্যাচে ৩০০ গোল করার মাইলফলক গড়লেন দুবারের ব্যালন ডি’অর জয়ী। যাতে ছাড়িয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। বার্সেলোনার হয়ে ৩২৬ ম্যাচে ৩০০ করেছিলেন মেসি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পোর্তিলোর সফল জোরালো শটে ব্যবধান কমায় গেতাফে। কিন্তু ৭৮তম মিনিটেই স্বাগতিকরা পাল্টা আক্রমণ করেন। ৭৮তম মিনিটেই জয় সূচক গোলটি আবারও জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো।