গৌরনদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্ উদযাপনের প্রস্তুতি সভা

আবদুল্লাহ আল নোমান, গৌরনদী প্রতিনিধি//
রোববার সকালে বরিশালের গৌরনদীতে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার রায়, সরকারি গৌরনদী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মুঃ ইমরান, উপজেলা যুব উন্নয়ন sঅফিসার খান মনিরুজ্জামান, মাহিলাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলী, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম, মাহিলাড়া কলেজ গভনিং বডির সদস্য মোঃ রেজাউল করিম রেজা হাওলাদার, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক লাল আচার্য্য, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর সরদার প্রমুখ।
সভায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্ উদযাপনের পাশাপাশি আগামী ১৪ ও ১৫ মার্চ গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, এ মেলার ষ্টলগুলোতে বিভিন্ন স্কুল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন পন্য ও প্রযুক্তির প্রদর্শনীর পাশাপাশি সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন পন্য ও প্রযুক্তির প্রদর্শন করা হবে। পাশাপাশি চলবে দেশাত্ববোধক নাচ গাঁনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।