গৌরনদীর সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসলাম সিকদারের সভাপতিত্বে গতকাল বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী রায়, সহকারী শিক্ষক সুলতানা পারভীন, মোসাম্মৎ জেরিন, মাধবী দাস, সুমাইয়া আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলতাফ প্যাদা, লিপি বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।