স্বরূপকাঠি কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠি কিন্ডার গার্টেনের ৩১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। পিরোজপুরের সহকারি পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ (নেছারাবাদ-কাউখালী সার্কেল) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার। সহকারি শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, অধ্যক্ষ মো. আবদুল কাদির, জেলা পরিষদ সদস্য সেলিম আহম্মেদ, সিনিয়র শিক্ষক মো. আতিকুল্লাহ, মহিলা পরিষদ নেত্রী মীরা চৌধুরী, কাউন্সিলর মো. সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।