স্বরূপকাঠিতে তিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে সত্যম্ সুন্দরম্ শ্রী শ্রী গীতা নিকেতন, লোক-সংস্কৃতি সমন্বয় পর্ষদ ও মনি মুক্তা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বরিশাল অমৃত লাল দে কলেজের সাবেক অধ্যক্ষ মো. তপন চক্রবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আতা দূর্গা মন্দির প্রাঙ্গনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কেক কাটার পরে বেতার ও স্থানীয় শিল্পি, কবি, সাহিত্যিক ও নাট্যকাররা বিভিন্ন গান,নৃত্য,কবিতা,ছড়া ও খন্ড নাটক পরিবেশন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে কবি সুশীল কুমার মন্ডলের লেখা প্রদীপ শিখা ও প্রেমের পৃথিবী নামের দুটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মনিমুক্তা সংঘের সভাপতি গৌরাঙ্গ লাল মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বড়াল, স্বরূপকাঠি সম্িমলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মহিবুল্লাহ, সত্যম্ সুন্দরম্ শ্রী শ্রী গীতা নিকেতনের সভাপতি অসীম মিস্ত্রী, লোক-সংস্কৃতি সমন্বয় পর্ষদের সভাপতি সুনীল বরন হালদার, নাট্যকার পঙ্কজ কুমার মন্ডল, কবি দীনেষ মন্ডল, কবি মাসুম আহম্মেদ রানা, কবি পলাশ বড়াল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি হীরন্ময় মিস্ত্রী ও ছান্টু মিস্ত্রী।