কমলগঞ্জে আনন্দ মিছিল

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য, উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুক্রবার সকাল ১০টায় কমলগঞ্জ পৌরসভার সম্মুখ হতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পৌরসভায় এসে সমাপ্ত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রভাষক হারুনুর রশিদ ভুঁইয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভুঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, আব্দুল মালিক বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।