অবসরের ঘোষণা দিলেন মরকেল

0
(0)

আবদুল্লাহ আল নোমান//ক্রিকেট বিশ্বের আলোচিত মুখ দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার ডারহামের ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ।
অবসরের সিদ্ধান্ত নেয়ার ব্যাখ্যায় মরকেল বলেন, অবসরের সিদ্ধান্ত নেয়াটা সত্যিই অনেক কঠিন ছিল। আমার নতুন একটি সংসার হয়েছে এবং আছে একজন বিদেশী স্ত্রী। বর্তমানের ঠাসা আন্তর্জাতিক সূচি খেলোয়াড়রা পরিবারকে সময় দিতে পারেন না। তাই পরিবারকে সময় দেয়ার লক্ষ্যেই আমার এমন সিদ্ধান্ত। প্রেটিয়া দলের হয়ে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি এবং এ জন্য সতীর্থ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট, আমার পরিবার, বন্ধু এবং বছররের পর বছর যারা আমাকে সমর্থন জুগিয়েছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমি এখনো অনুভব করি ক্রিকেটকে দেয়ার অনেক কিছু আমার মধ্যে আছে। এখনো অনেক রোমঞ্চকর বিষয় সুপ্ত অবস্থায় আছে। এখন থেকে আমার সবটুকু সামর্থ্য ও মনোযোগ প্রোটিয়া দলের জন্য উৎসর্গ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দলকে জয়ী করতে চাই।
এক যুগের ক্যারিয়ারে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৩ টেস্ট, ১১৭ ওয়ানডে এবং ৪৪টি টি-২০ খেলেছেন ৩৩ বছর বয়সী মরকেল। তিন ফরমেট মিলিয়ে এই পেসারের রয়েছে ৫২৯টি আন্তর্জাতিক উইকেট।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.