জন-সচেতনতায় গৌরনদী মডেল থানা

আবদুল্লাহ আল নোমান ঃঃ বরিশালের গৌরনদী থানা কর্তৃপক্ষের গত কয়েকদিনে জন-সচেতনতা আইন শৃঙ্কলা মূলক বিভিন্ন বিষয়ে পদক্ষেপ বাস্তবায়ন করায় এলাকাবাসীর প্রসংসা কুড়িয়েছেন।
গৌরনদী মডেল থানার চৌকস পুলিশ অফিসার মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগকে কেন্দ্র করে প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকরা যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে গৌরনদী মডেল থানার বিভিন্ন প্রচারনা সভা উঠান বৈঠক করে বিভিন্ন কার্যক্রম এলাকাবাসীকে সচেতন করে তুলেছে।
একটি সূত্র জানিয়েছে অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন গত কয়েকদিনে তার ব্যাতিক্রম কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগনের বন্ধু এ কথাটার প্রমান করার আপ্রান প্রচেষ্টা চালাচ্ছেন। সচেতন মহল তার এ উদ্যোগকে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে সবুজ বাংলা ডট কমের সাথে আলাপকালে গৌরনদী মডেল থানার চৌকস পুলিশ অফিসার মোঃ আফজাল হোসেন বলেন আসলে আমি পেশাগত দায়ীত্ব পালন করছি আমরা (পুলিশ) জনগনের সেবক এলাকার মানুষ যদি আমাদের সেবায় নুন্যতম কোন সুফল পেয়ে থাকেন তবে তার প্রসংশার দাবীদার আমার থানার সকল সহকর্মী বন্ধুদের তাদের আন্তরিকতা তাদের অক্লান্ত পরিশ্রম আমাকে উৎসাহিত করছে সামনেও আশাবাদি। লেখক , গবেষক সবুজ বাংলা ডট কম।