কমলগঞ্জে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি সম্পসারণ বিভাগের প্রশিক্ষণ হলরুমে ২৮ ফেব্রুয়ারী বুধবার বেলা সাড়ে ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, প্রনীত রঞ্জন দেবনাথ, শাহিন আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন, মোস্তাফিজুর রহমান, শাব্বীর এলাহি, মৎস্য চাষী সাহেদ আহমদ, আব্দুর রব, ইউপি সদস্য এখলাছ মিয়া ও কুচিয়া চাষি রাজেন্দ্র কুমার সিনহা প্রমুখ। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন কয়েকটি ইউনিয়নে ৬টি মৎস্য প্রদর্শনী কার্যক্রম, একটি গলদা চিংড়ি প্রদর্শনী, কুচিয়া খামার সহ ১ লক্ষ ৮০ হাজার টাকার প্রদর্শনী বাস্তবায়ন এবং বিল, নার্সারী ও সরকারি-বেসরকারি পুকুর সমুহে প্রকল্পের মধ্যদিয়ে মৎস্য চাষের আওতায় নিয়ে আসার বিষয়ে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় মৎস্য চাষীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।