গৌরনদীর সেণ্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা সদরের সেণ্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লরেন্স লেকাভালী গোমেজের সভাপতিত্বে গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী ক্যাথালিক চার্চের প্রধান পাল পুরোহিত ফাদার সামূয়েল মিন্টু বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাথালিক চার্চের পাল পুরোহিত ফাদার বরুন গোমেজ, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম সহ সাধারন সম্পাদক ডাঃ উত্তম দাস, ক্যাথলিক চার্চের সিষ্টার মল্লিকা রোজারিও, আরএনডিএম সুদান পান্ডে, রাশিদা খানম, সিষ্টার পুস্প ক্রুশ, সিষ্টার মুন্না গমেজ, ফিলিপ রায়, স্টিফেন গমেজ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিষ্টার শিল্পী পেরেরা আরএনডিএম, শিক্ষক লিপিকা জয়ধর, রীনা রায়, মেরী ক্রুশ, মিদুলা বিশ্বাস,মুক্তা বাড়ৈ,প্রতিমা বেপারী ,সম্পা দাস ,সাইফুল ইসলাম, সিনথিয়া ঘরামী, সিষ্টার মল্লিকা রোজারিও আরএনডিএম, সিমা, সৈকত বিশ্বাস প্রমূখ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দগন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।