গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

গৌরনদী প্রতিনিধি
গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত এক মাদক সেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে হাইওয়ে থানার সার্জেন্ট ইমরান হোসেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের গেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইদুর রহমান সরদার (৪৫) নামে এক মাদক সেবীকে আটক করে। পরে আটককৃত মাদকসেবীকে গতকাল বুধবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেরা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এর আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত মাদকসেবীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।