গৌরনদীতে দুর্নীতি দমন কমিশনের উদোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি

গৌরনদী প্রতিনিধি//
সোমবার সকালে বরিশালের গৌরনদীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ওই গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবুল কালাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মোঃ মফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার।
এর আগে অতিথি বৃন্দদের নিয়ে দুর্নীতি বিরোধী একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সকল কর্মসূচীতে এলাকার সাধারন মানুষের পাশাপাশি দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদসহ অতিথিবৃন্দগন অংশগ্রহন করেন।