আগৈলঝাড়ায় প্রশাসনের ম্যারাথন সভা অনুষ্ঠিত

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
সাস্টেনএ্যাবেল ডেভলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের কাছে সাধারণ মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যদের সমন্বয়ে সকল পর্যায়ের শ্রেণি পেশার জনগনকে নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জনগনের চাহিদা জানা ও মতবিনিময় সভা’ বিষয়ক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ অর্থনীতির প্রেক্ষাপটে ওয়ার্ড পর্যায়ে তৃণমুল জনগনের মতামত ও চাহিদার ভিত্তিতে সরকার এসডিজি অর্জনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে সক্ষম হবে আশাবাদী প্রশাসন। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দেশ এসডিজি অর্জনে তৃণমুল পর্যায় থেকে সরকারের প্রতি জনগনের সরাসরি প্রত্যাশা ও চাহিদা প্রাপ্তির বিষয়ে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি চার দিন ব্যাপি ‘জনগনের চাহিদা জানা ও মতবিনিময়ের ১০টি ম্যারাথন সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র মতে, ইউনিয়ন পরিষদের সাবেক তিনটি ওয়ার্ডের সমন্বয়ে এসকল অনুষ্ঠানে আগত সাধারন জনগনের মতামতের ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাচা-পাঁকা সড়ক নির্মান ও সংস্কারসহ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করন, চিকিৎসাসেবা উন্নয়ন, ভৌত কাঠামো নির্মান, সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা দানের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। জনমতের ভিত্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের জনস্বার্থে উন্নয়নে সভাগুলো থেকে সরকারের করণীয় বিষয়বস্তুর সার সংক্ষেপ লিপিবদ্ধ করেন অনুষ্ঠিত সভাগুলোর প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। ২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় হল রুমে ৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ‘জনগনের চাহিদা জানা ও মত বিনিময় সভায়’ প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল এলাকার সামগ্রিক উন্নয়নে জনগনের সরাসরি বিভিন্ন উন্নয়ন কাজের দাবি, সমস্যা ও উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরনের উপর গুরুত্বারোপ করেন। একই দিন ৩নং বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ফেব্রুয়ারি রবিবার বিকেলে ৫নং রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং ওই দিন বাকাল ইউনিয়নের কোদালধোয়া সরকারী প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারি শনিবার বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে ও বিকেলে গৈলা ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ‘জনগনের চাহিদা জানা ও মত বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ২৩ ফেব্রায়ারি শুক্রবার বিকেলে ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে স্থানীয় জনগনের চাহিদা জানা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, টেকসই উন্নয়নের লক্ষে জনগনের চাহিদার উপর গুরুত্বারোপ করে তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে সরকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে সরকারের নির্দেশে তৃণমুল পর্যায়ে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। পাঁচটি ইউনিয়নের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত সভাগুলোতে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তাগন ছাড়াও এলাকার সকল পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। সভাগুলো থেকে প্রাপ্ত চাহিদার তথ্য উপাত্ত সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে পেশ করা হবে। ইউএনও রাসেল আরও বলেন, কোন সরকার এর আগে জনগনের সাথে সরাসরি কথা বলে ‘জনগনের চাহিদা জানার এমন মহতী উদ্যোগ গ্রহন করেনি। তৃণমুল জনগনের মতামত ও শুপারিশের ভিত্তিতে এখন থেকে এলাকায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে পারবে সরকার।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.