স্বরূপকাঠিতে ২ দিন ব্যাপি বার্ষিক মাহফিল সমাপ্ত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল কে পি ইউ ইনষ্টিটিউশনের ২ দিন ব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে । রোববার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জের গওহরডাঙ্গার মাও. নাসির উদ্দিনের আখেরী মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে ওই মাহফিলের সমাপ্তি ঘটে। ২ দিন ব্যাপি ওই মাহফিলে ঈমান, আকিদা, ইহকাল ও পরকালের উপর আলোকপাত করে ওয়াজ নছিহত করেন মাও. আবুল কালাম আজাদ (কাউখালী), মাও. ফজলুর রহমান কাশেমী (বালিহারি) ও মিয়ারহাট জামে মসজিদের ইমাম মুফতি ইউনুস । মোনাজাত পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম বলেন ইসলাম শান্তি ধর্ম যারা ইসলামের নাম ব্যবহার করে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে মানুষ মেরেছে তারা শুধু দেশ ও জাতীর নয় ইসলামেরও শত্র“। জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনায় বাংলাদেশ আজ জঙ্গিবাদ ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। মোনাজাতের সময় উপস্থিত হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনিতে পুরো এলাকার মুখরিত হয়ে ওঠে।