গৌরনদীর মাহিলাড়া ও উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ও উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগীতার শেষ দিনে গতকাল বিকেল ৪টায় মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাহিলাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলী, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী সরদার, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনয় কান্তি অধিকারী, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীরীগের সহ-সভাপতি জালাল উদ্দিন সরদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম হারুন বয়াতী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক একেএম শফিকুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল।
বক্তব্য রাখেন, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিপ্লব বাবুল রায়, বেপারী প্রহলাদ চন্দ্র, নেপালচন্দ্র মজুমদার, সনজিতা বিশ্বাস, হাফিজা আক্তার পান্না রানী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার বেপারী, শিপ্রা রানী বৈদ্য, তানজিলা পলি, সুবল চন্দ্র সরকার, মরিয়ম লিপি, তাহমিনা আক্তার, সম্পা গাইন, অর্পনা সরকার অঞ্জলী চক্রবর্তী প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অপরদিকে একই দিন বিকেল ৪টায় উপজেলার উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান বাদলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান কবির, ইউপি সদস্য মোঃ বফিকুল ইসলাম রাজা, যুবলীগ নেতা মুকুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সাবেক সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, ছাত্রলীগ নেতা কাজল হাওলাদার প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।