স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভুত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির দ. সোহাগদল গ্রামে শুক্রবার সন্ধ্যায় সংঘঠিত এক অগ্নিকান্ডে ১টি বসত ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানাগেছে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন বিকেলে মো.বারেক বিশ^াসের ঘরের দোতলায় আগুন দেখে পুত্রবধু শিমু ডাক চিৎকার দিলে এলাকাবাসি অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় বারেকের বসত ঘরের দোতলা আসবাবপত্রসহ সম্পুর্ন ভস্মীভুত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সন্ধ্যানদী পার হয়ে অকুস্থলে পৌছার পুর্বে এলাকাবাসি প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।