কমলগঞ্জে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাদিক মাতৃভাষা দিবস উদযাপন কর হয়। কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ, প্রভাত ফেরীসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা দিবেসর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার।