কমলগঞ্জে রক্ত সংগ্রহ ও গ্রুপ নির্নয়

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সকাল ১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় রক্ত সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়। মণিপুরী ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত রক্ত সংগ্রহ ও গ্রুপ নির্নয়ের উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো: জুয়েল আহমদ।
পরে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ (বুলবুুল) এ কর্মসূচী পরিদশন করেন। আয়োজকরা জানান, রক্ত সংগ্রহের সাথে সাথে বিনা মূল্যে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। তাছাড়া ভাষা আন্দোলনের উপর একটি নাটিকা পরিবেশিত হয়।