গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মুসল্লী নিহত

0
(0)

উত্তম দাস,গৌরনদী বরিশাল:
ওয়াজ মাহফিলের বয়ান শুনে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী দুইজন মুসল্লী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের বয়ান শুনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন উপজেলার হাপানিয়া গ্রামের মোঃ সরোয়ার তালুকদার (৫৫) ও তার শ্বশুর পার্শ্ববর্তি উজিরপুর উপজেলার শোলক গ্রামের মফসের আলী সিকদার (৮৫)। শ্বশর মফসের আলী সিকদার বয়সের ভারে দুর্বল হওয়ায় জামাতা সরোয়ার তালুকদার হাতে ধরে তাকে মহাসড়ক পাড় করাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৪৫৩৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ওই এলাকা অতিক্রম করতে গিয়ে জামাই-শ্বশুরকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন ছিটকে মহাসড়কের ওপর পড়ে মারাতœক আহত হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত দুর্ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহয়তায় গুরুতর আহত জামাই-শ্বশুরকে সেখান থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর মফসের আলী সিকদার মারা যায়। এরপর গুরুতর আহত জামাই সরোয়ার তালুকদারকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী মুসল্লী জামাই-শশুরের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলে দলে লোক জামাই সরোয়ার তালুকদারের হাপানিয়া গ্রামের বাড়িতে ভীর করছে। তারা নিহতদের স্বজনদের শান্তনা দিচ্ছে। এ সময় স্বজনদের কান্না ও চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত মফসের সিকদারের ছেলে মোহাম্মদ সিকদার বাদি হয়ে এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.