স্বরূপকাঠিতে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠির দক্ষিন কৌরিখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে আব্দুল আজিজ স্মৃতি শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাতে ঐ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারি প্রত্যেককে যথাক্রমে ২৫০০, ১৫০০ ও ১০০০ টাকা করে শিক্ষাবৃত্তির নগদ টাকা ও সনদ হস্তান্তর করা হয়। আব্দুল আজিজ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো. মোস্তফা মাহমুদ,ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. আলমগীর হোসেন রিপন,প্রধান শিক্ষক মো. আসলাম প্রমুখ।