মনু নদীতে ঝালকাটির এক যুবকের লাশ উদ্ধার

জয়নাল আবেদীন,মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঝালকাটি জেলার বাসিন্দা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আড়াইটায় সিলেট দমকল বাহিনীর ডুবুরি দল লাশ উদ্ধার করে এবং কুলাউড়া থানা পুলিশ লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ২টায় মনু রেলস্টেশনের পাশে নদীতে পড়ে যাওয়া নিজের একটি বেগ তুলতে গিয়ে পানিতে তলিয়ে যান এ যুবক। বেগটি স্থানীয় লোকজন উদ্ধার করে তাতে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে নাম ঠিকানা শনাক্ত করা হয় তৌহিদুল ইসলাম(২৫)। এদিকে হাজীপুর ইউনিয়নের চৌকিদার আব্দুর রাজা বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবগত করেন। পুলিশ লাশ উদ্ধারের জন্য সিলেট দমকল বাহিনীর সদস্যদের উদ্ধার কাজের দায়িত্ব দেয়।
দমকল বাহিনীর ডুবুরি দলের নেতৃত্বদানকারী আব্দুর রব জানান, সোমবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পযৃন্ত ডুবুরি দল লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়। মঙ্গলবার বেলা ২টা থেকে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে সফল হয়। বেলা ৩টায় লাশ উদ্ধার করে ডুবুরি দল কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে পরিচয়পত্রের সুত্র ধরে ঝালকাটি জেলার রাজাপুর থানার সাটুরিয়া গ্রামে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহতের ২ ভাই আবু সুফিয়ান ্ও আলমগীর ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, প্রায় ১০-১২ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি একজন বাক্ প্রতিবন্ধি। তবে তিনি কিভাবে এখানে এলেন?- এ ব্যাপারে তারা কিছু জানেন না। তাদের বাবার নাম মীর আমজাদ আলী।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে নিহতের ভাইদের কাছে লাশ হস্তান্তর করা হবে।