কমলগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার দুপুর ১২টায় পতনউষার ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

স্টুডেন্ট এসোসিয়েশন অব মৌলভীবাজার এর সভাপতি মো: শিপন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আছাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মো: নাজমুল ইসলাম ইমন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাবুর ইসলাম শাওন, ইউপি সদস্য সায়েক আহমদ, সমাজসেবক দুবাই প্রবাসী আব্দুর করিম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: উবায়দুল হক, শিক্ষক শাহীন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন খাঁন জসিম ও বেলাল আহমেদ। অনুষ্ঠানে ৬০জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে একটি করে স্কুল বেগ, কলম ও খাতা বিতরণ করা হয়।