কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

জয়নাল আবেদীন,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর আর্থিক সহায়তায় নবনির্মিত নির্মিত শহীদ মিনার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ১৯ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১টায় বিদ্যালয় মাঠে উদ্বোধন ও শিক্ষার্থী সংবর্ধনা হয়।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো: রইছ উদ্দিনের ও শিক্ষক সঞ্জয় কান্তি দেবর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শহীদ মিনার উদ্বোধন করেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, জয় কুমার হাজরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য হাজী ইউছুপ আলী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, মামুনুর রশীদ ভূঁইয়া, মোশাহিদ আলী, ছন্দা বেগম, আবাস আলী, আইয়ুব আলী, গাজী মো: সালাহ উদ্দীন, আমিনুল ইসলঅম চৌধুরী, সাজ্জাদুল হক স্বপন, শিক্ষক ফয়ছল আল চৌধুরী কয়েছ, শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, সমাজসেবক লোকমান হোসেন প্রমুখ।
উল্লেখ্য: এলাকাবাসীর সহায়তায় প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে এ বিদ্যালযের শহীদ মিনার নির্মিত হয়েছে।
জয়নাল আবেদীন