ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক জয়

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিশেষ অবদানের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের নিকট থেকে সম্মাননা পেলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাংবাদিক জয় রায়। ঢাকার এলজিইডি ভবনের হলরুমে শনিবার বিকেলে বিজয়-নেটিজেন কর্তৃক আয়োজিত ‘শিক্ষার ডিজিটাল রূপান্তর’ সম্মেলনের সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। নেটিজেন আইটি লিমিটেড এর প্রেসিডেন্ট আশিকুজ্জামান খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর জনাব মোঃ মাহাবুবুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বিকাশ এর সিইও কামাল কাদির ও আমরা নেওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথির বক্তব্যে বলেন, সময়োপযোগী শিক্ষাই ছেলে মেয়েদের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণ-উপযোগী শিক্ষা পদ্ধতি অপরিহার্য। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করতে উতোমধ্যেই কাজ শুরু করেছেন।
সম্মেলনে বিজয় শিশু শিক্ষার এনড্রয়াইড অ্যাপের হালনাগাদ সংস্করনের উদ্বোধন করা হয়। বিজয় শিশু শিক্ষার এনড্রয়াইড ভার্সন কেক কেটে উদ্বোধন করেন বিজয় এর প্রধান নির্বাহী জেসমিন জুঁই। এটি শিশুদের ডিজিটাল পাঠ্যক্রম, স্মার্টফোনের মাধ্যমে বিনোদনের সাথে শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারবে।