মঠবাড়িয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী । আজ সোমবার দুপুরে পাথরঘাটা নিবাসী আঃ মামুনের সাথে পৌর শহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ওই ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল। এসময় অপর এক স্কুল ছাত্রীর মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ ওই বিবাহ বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত এ বিয়ে হবে না মর্মে মুচলেকা দেন পরিবারের অভিবাবকরা।