এস কিউ ওয়ার এন্ড ক্যাবল কোম্পানী স্থানীয় ইলেকট্রিশিয়ানদের সাথে মতবিনিময়

কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ এস কিউ ওয়্যার এন্ড
ক্যাবল কোম্পানী লিমিটেডের আয়োজনে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সকল
ইলেকট্রিশিয়ানদের সাথে এস কিউর মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল(১৯
ফ্রেব্রুয়ারী) সোমবার দুপুরে শমশেরনগর জমজম কমিউনিটি সেন্টারে এ মতবিনিময়
সভা করা হয়েছে।
মৌলভীবাজার সেল্স সেন্টারের ব্রাঞ্চ ইনচার্জ মো. রবিউল ইসলামের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী
লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল-মাসুম। বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন, এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানী লিমিটেডের
ডেপুটি হেড় অফ ট্রেড মার্কেটিং মো. জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বি.বাড়িয়ার এরিয়া ম্যানেজার
মাহমুদুল হাসান খান, ইউপি সদস্য আব্দুস শহিদসহ স্থানীয় সিনিয়র জুনিয়র
ইলেকট্রিশিয়ানগন।