প্রতিবন্ধী স্কুলছাত্রী স্বর্নার পাশে চেতনা পরিষদ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির আলকিরহাট আর এ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর দরিদ্র প্রতিবন্ধী ছাত্রী স্বর্নার পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চেতনা পরিষদ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটের শাইনিং স্টার কিন্ডার গার্টেন মিলনায়তনে উপজেলা চেতনা পরিষদের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক সাংস্কৃতিক প্রশিক্ষন অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে স্বর্নাকে একটি হুইল চেয়ার ও কম্বল প্রদান শেষে আজীবন তার পাশে থাকার ঘোষনা দেওয়া হয়। এসময় উপজেলা চেতনা পরিষদের আহবায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রনালয়ের সহকারি সচিব সামীম আহসান, চেতনা পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি প্রভাষক মো. জাহিদ সোহেল, মুক্তিযোদ্ধা মো. জাহিদ হোসেন, প্রভাষক জসীম উদ্দিন, প্রধান শিক্ষক আ. জব্বার, শিক্ষক কবির হোসেন প্রমুখ। বক্তারা সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এভাবে উপজেলার দরিদ্র প্রতিন্ধীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতার ঘোষনা দেন।