গৌরনদীর বখাটে শিক্ষার্থীদের হামলায় ২ শিক্ষক আহত

0
(0)

গৌরনদী প্রতিনিধি
ক্রীড়া অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়র বিরোধে দুপক্ষের মধ্যে হাতাহাতির জের ধরে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদর্শী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এক গ্রুপ শিক্ষার্থীদের অপর গ্রুপ শিক্ষার্থীদের হামলা ঠেকাতে গিয়ে ওই বিদ্যালয়ের ২জন শিক্ষক আহত হয়েছেন। গুরুতর আহত এক শিক্ষককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক বহিরাগত বখাটে শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী, আহত শিক্ষক ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৩ ফেব্রয়ারী উপজেলার মধ্য চাঁদশী গৌরচাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে গিয়ে বসার আসন নিয়ে চাঁদর্শী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ফাহিম সরদারের সাথে দশম শ্রেনীর ছাত্র রিমন গাঁজীর রিরোধ বাধে। এ নিয়ে তখন উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চাঁদর্শী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ফাহিম সরদার গৌরনদী উপজেলা সদরের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন বখাটে শিক্ষার্থীসহ আশপাশের এলাকার বখাটে কিশোরদের জড়োকরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেনীর ছাত্র রিমন গাঁজীর ও তার সহযোগী শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে যায়। এ সময় বিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিসের শিক্ষক তমাল চক্রবর্তি তাদেরকে বাঁধা দিলে বখাটে শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কাজী মেজবাউদ্দিন। বখাটে শিক্ষার্থীরা তখন তার ওপর অতর্কিতে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। অন্যান্য শিক্ষক ও স্বজনরা তখন সেখান থেকে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর পিছু ধাওয়া করে শিক্ষার্থীরা হৃদয় হাওলাদার নামে এক বখাটে শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় চাঁদর্শী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের আহত সিনিয়র সহকারী শিক্ষক কাজী মেজবাউদ্দিন বাদি হয়ে গ্রেফতারকৃত হৃদয় হাওলাদারসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জন শিক্ষার্থীকে আসামি করে গতকাল রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.