স্বরূপকাঠিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে এ্যাড. শ.ম. রেজাউল করিমের মতবিনিময়

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী শ. ম রেজাউল করিম পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী শ. ম রেজাউল করিম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুস সালাম সিকদার, মো. আতিকুল্লাহ, কাজী সাইফুদ্দিন তৈমুর, সালাম রেজা, এস এম শাহজাহান, নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিউর রহমান নান্নু, উপজেলা যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম রিপন প্রমুখ। সভার পূর্বে আওয়ামীলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পূর্বে এ্যাড. শ.ম. রেজাউল স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূর মোহাম্মদ হাওলাদারের কবর জিয়ারত করেন।